ঘরে থাকার প্রতিশ্রুতি দিলেন চা বিক্রেতারা

92058742_1359531147588087_8382027972663574528_n

ঠাকুরগাঁও পৌরসভার চা বিক্রেতাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এসময় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে চলার প্রতিশ্রুতি দেন চা বিক্রেতারা।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫৫ জন চা বিক্রেতার মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তাদের প্রত্যেককে দশ কেজি করে চাল ও দুই কেজি করে আলু দেওয়া হয়েছে।

এসময় জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, 'প্রধামন্ত্রীর নিদের্শনা অনুযায়ী যারা কর্মক্ষম কিন্তু করোনাভাইরাসের কারণে ঘর থেকে বের হতে পারছেন না, তাদের অগ্রাধিকার ভিত্তিতে রিলিফ সামগ্রী প্রদান করছি। এভাবেই মোটর শ্রমিক , দোকান কর্মচারী , হোটেল শ্রমিক, দিনমজুরদের রিলিফ প্রদান করা হবে।'

রিলিফ পাওয়া কালিবাড়ি ফুটপাতের চা দোকানদার কাইয়ুম বলেন, 'যদিও আমাদের বাড়ির সদস্য হিসেবে ১০ কেজি চাল যথেষ্ট না, তবুও সবার জীবন বাঁচানোর স্বার্থে আমরা এখন থেকে ঘরেই থাকবো।'