X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

পটুয়াখালীর খালে ভাসছে ‘টর্পেডো’সদৃশ বস্তু, স্থানীয়দের মাঝে আতঙ্ক 

পটুয়াখালী প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৪, ২০:২৯আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২০:২৯

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূলীয় একটি খালে ভেসে এসেছে ‘টর্পেডো’ নামের অস্ত্রসদৃশ একটি বস্তু। রবিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মৌডুবি ইউনিয়নের মীরকান্দা গ্রামসংলগ্ন ভাঙা খালে বস্তুটিকে ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন। এ খবর ছড়িয়ে পড়লে ভাসমান বস্তুটি দেখতে ভিড় করেন গ্রামবাসী। এতে গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক। 

স্থানীয় সূত্রে জানা যায়, জোয়ারের পানিতে ভাসতে ভাসতে বস্তুটি মৌডুবির মীরকান্দা খালে চলে আসে। কাছ থেকে দেখে লোকজন ভারী অস্ত্র মনে করে দূরত্ব বজায় রাখেন। এটিকে ‘যুদ্ধ জাহাজের টর্পেডো’ ভেবে গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, বস্তুটির কাছে গিয়ে দেখার পর মনে হয়, ভারী কোনও অস্ত্র। এটির দৈর্ঘ্য ২৭ ফুট ও প্রস্থ ৩ ফুট। বঙ্গোপসাগরের রাবনাবাদ চ্যানেল হয়ে হয়তো এটি ভাসতে ভাসতে এই খালে এসেছে। এটি দেখে স্থানীয়দের মাঝে কৌতূহল সৃষ্টি হয়। অনেকের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ‘বস্তুটির ছবি তুলে কোস্টগার্ডকে পাঠানো হয়েছে। ছবি দেখে তারা প্রাথমিকভাবে এটি টর্পেডো হতে পারে বলে জানিয়েছে। টর্পেডো ডুবন্ত অবস্থায় থাকে, যেহেতু এটি ভেসে এসেছে, তাহলে সম্ভবত ব্যবহৃত। তবু ঘটনাস্থলে গিয়ে কোস্টগার্ড বিষয়টি নিশ্চিত হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আমাদের জানিয়েছে। ছবি দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি একটি যুদ্ধাস্ত্র।’

এ ব্যাপারে কোস্টগার্ডের রাঙ্গাবালী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের আন্ধারমানিক নদীতে যে দল আছে, সেটি ঘটনাস্থলে গেছে। ছবিতে যতটুকু আমি দেখলাম, এটা টর্পেডো হতে পারে বলে জানিয়েছি। তবে মিসাইল নয়। টর্পেডো অনেক ভারী বস্তু। সাধারণত পানির নিচে থাকে। যেহেতু এটি ভেসে আসছে, কাজেই ব্যবহার হয়েছে কিংবা ড্যামেজ হয়েছে বলে ধারণা করছি। যদি ভেতরে বাতাস থাকে তাহলে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা আছে। এজন্য বোম ডিসপোজাল ইউনিট গিয়ে পরীক্ষা করে দেখতে পারে। আমাদের যে টিম ঘটনাস্থলে গেছে তাদের রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘টর্পেডোর মাঝখানে যেভাবে জোড়া থাকে, এটারও আছে। সাধারণত যেকোনো বড় জাহাজ ধ্বংস করে দেওয়ার কাজে টর্পেডো ব্যবহার করা হয়। এটি নৌ-বাহিনীর কাছে থাকে।’

টর্পেডো এক ধরনের স্ব-চালিত অস্ত্র, যা পানির নিচে বিস্ফোরক ওয়ারহেড বহন করে এবং লক্ষবস্তুর সংস্পর্শে বা কাছাকাছি আসার পর বিস্ফোরিত হতে পারে। এটি পানির নিচে চালিত হয় এবং পানির নিচে বা ওপরে উভয় স্থান থেকে বিভিন্ন ধরনের উৎক্ষেপকের দ্বারা বিভিন্ন মাধ্যম থেকে নিক্ষেপ করা সম্ভব।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউল্যাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
ইউল্যাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ডাকসু নির্বাচন কমিশনের বৈঠক
সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ডাকসু নির্বাচন কমিশনের বৈঠক
এভিয়েশন সিকিউরিটির নতুন ইউনিফর্ম উদ্বোধন
এভিয়েশন সিকিউরিটির নতুন ইউনিফর্ম উদ্বোধন
এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি: নাহিদ ইসলাম
এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয়নি: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট