আশ্রয়ণ প্রকল্পে এমপি গোপালের খাদ্য বিতরণ

PIc 4গৃহে অবস্থানকারী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে নিজে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এছাড়া কাহারোল উপজেলার বিভিন্ন স্থানে প্রায় এক হাজার ৮০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন এমপি গোপাল।

আজ শনিবার সকালে দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দুটি আশ্রয়ণ প্রকল্পে (গুচ্ছগ্রামে) ভ্যানযোগে খাবার নিয়ে যান তিনি। নিজেই চাল, ডাল, তেল, আলুসহ খাদ্য সামগ্রী ও সাবান গুচ্ছগ্রামবাসীদের বিতরণ করেন। পরে তিনি বিকেল পর্যন্ত উপজেলায় বিভিন্ন স্থানে প্রায় ১৮ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় তাকে সহযোগিতা করেন উপজেলার স্বেচ্ছাসেবীরা।

খাদ্যসামগ্রী পেয়ে গুচ্ছগ্রামের অধিবাসীরা উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি এমপিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সবসময় এভাবেই জনগণের পাশে থাকেন বলে জানিয়েছেন তারা।

এমপি গোপাল বলেন, ‘প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাধারণ ছুটি ও নিজ নিজ গৃহে অবস্থান ঘোষণা যুগপোযুগী সিদ্ধান্ত। কিন্ত এ অবস্থায় সাধারণ খেটে খাওয়া মানুষেরা যাতে অভুক্ত না থাকে সেজন্য প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। আমার নির্বাচনী এলাকায় একজনও না খেয়ে দিনাতিপাত করবে না।’