করোনা সন্দেহে যুবককে গ্রামে ঢুকতে বাধা




নওগাঁনিয়ামতপুরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ঢাকা ফেরত এক যুবককে (৩৮) নিজ গ্রামে ঢুকতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার হাজিনগর ইউনিয়নের বাইচণ্ডী গ্রামে এ ঘটনা ঘটে। পরে প্রশাসনের হস্তক্ষেপে ওই যুবককে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়।

হাজিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, ওই যুবক ঢাকার কেরানীগঞ্জে একটি কারখানাতে কাজ করতেন। তার স্বজনদের মাধ্যমে গ্রামের লোকজন জানতে পারেন ঢাকায় তিনি বেশ কিছু দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। দুপুরে ওই যুবককে গ্রামে ঢুকতে বাধা দেন স্থানীয়রা। এ নিয়ে এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।

পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। তিনি পুলিশ সদস্যদের নিয়ে গ্রামে উপস্থিত হয়ে ওই যুবককে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন। বাড়ির বাইরে কোয়ারেন্টিন সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়া মারিয়া পেরেরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই যুবককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করেছেন। নমুনা পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।