শ্বাসকষ্টে বৃদ্ধের মৃত্যু, পরিবার হোম কোয়ারেন্টিনে

গাজীপুরগাজীপুরের কালিয়াকৈরে শ্বাসকষ্টে হাজী মোহাম্মদ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবীর কুমার সরকার।

মোহাম্মদ আলী উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।

চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু এবং ইউনিয়ন পরিষদের সদস্য মতিয়ার রহমান জানান, মোহম্মদ আলী দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টজনিত (হাঁপানি) রোগে আক্রান্ত ছিলেন। তবে দুই দিন আগে প্রচণ্ড রোদে ক্ষেতে পানি দিয়েছিলেন। এতে তার ঠান্ডা-কাশি হয়েছিল।

প্রবীর কুমার সরকার বলেন, নিহত হাজী মোহাম্মদ আলী দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। খবর পেয়ে আমাদের স্বাস্থ্যকর্মী গিয়ে মৃত বৃদ্ধ ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেছেন। নিহতের পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হতে নমুনা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে আইইডিসিআরে পাঠানো হবে।

কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) কাজী হাফিজুল আমিন বলেন, ‘আমাদের মেডিক্যাল টিম নিহত বৃদ্ধ ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে নিহতের মাঝে করোনাভাইরাসের কোনও লক্ষণ পাওয়া যায়নি। তবে সামাজিক দূরত্ব মেনেই নিহতের দাফন সম্পন্ন হবে।’