সিরাজগঞ্জের ৬ ইউনিয়ন লকডাউন

লকডাউনসিরাজগঞ্জে কাজীপুর উপজেলার যমুনা তীরবর্তী ছয়টি ইউনিয়ন লকডাউন করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন থেকে এ ঘোষণা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী এ তথ্য জানান।

লকডাউন ইউনিয়নগুলো হলো: চর গিরিস, মনসুর নগর, তেকানী, নাটুয়াপাড়া, নিশচিন্তপুর ও সোনামুখী।

উপজেলা নির্বাহী অফিসার জানান, পার্শ্ববর্তী জামালপুর জেলায় সম্প্রতি করোনা রোগী শনাক্ত হয়েছে। কাজীপুরের কয়েকটি ইউনিয়নের সঙ্গে নদীপথে জামালপুরে যাতায়াত ব্যবস্থা রয়েছে। ওইসব ইউনিয়নের জনসাধারণ অফিসিয়াল কাজে মাঝে-মধ্যে কাজীপুর উপজেলা সদরে আসেন। এছাড়া, হাট-বাজার থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের প্রায় সবই জামালপুর থেকে কেনাকাটা করেন। যে কারণে ওই ছয়টি ইউনিয়ন লকডাউন করা হয়েছে।