করোনায় গার্মেন্ট কারখানা মালিকের মৃত্যু

করোনাভাইরাসকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে গাজীপুরের এক পোশাক কারখানার মালিক তছলিম আক্তার মারা গেছেন। টঙ্গীর চেরাগআলী এলাকায় তার মালিকানাধীন পার্ল প্রিন্স বিডি লিমিটেড নামের একটি পোশাক কারখানা রয়েছে। তিনি রাজধানীর গুলশান-২’র ১০৮ নম্বর রোডের ২১ নম্বর বাড়ির বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান।

গাজীপুর শিল্প পুলিশের ইন্টিলিজেন্স শাখার ইনচার্জ ইন্সপেক্টর ইসলাম হোসেন জানান, গত ৬ এপ্রিল করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ নিয়ে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন পার্ল প্রিন্স বিডি লিমিটেড পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তছলিম আক্তার। সেখানে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তার দেহে করোনাভাইরানের উপস্থিতি শনাক্ত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৫টায় তিনি মারা যান।  

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে গত ২৫ মার্চ থেকে তছলিম আক্তারের মালিকাধীন পার্ল প্রিন্স বিডি লিমিটেড নামের পোশাক কারখানাটি বন্ধ রয়েছে।