শাহজাদপুরের চার ইউনিয়ন লকডাউন

সিরাজগঞ্জকরোনা সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী, গালা, পোরজানা ও হাবিবুল্লাহ নগর ইউনিয়ন লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধ কমিটির সভাপতি মো. শামসুজ্জোহা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শাহজাদপুর উপজেলার কৈজুরি, গালা, পোরজানা, হাবিবুল্লাহ নগর

ইউনিয়নে ঢাকা ও নারায়নগঞ্জ থেকে বিপুল পরিমাণ গার্মেন্টস ও অন্যান্য পেশার মানুষ সড়ক ও নৌপথে আগমন করায় করোনার ভাইরাস সংক্রামক ঝুঁকি

মোকাবিলায় উল্লিখিত চারটি ইউনিয়ন লকডাউন ঘোষণা করা হলো। এই চারটি ইউনিয়নে জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই চারটি ইউনিয়নে কেউ প্রবেশ করতে ও বের হতে পারবে না।

ইউএনও মো. শামসুজ্জোহা  জানান, করোনা ভাইরাসের কারণে ঢাকা ও নারায়ণগঞ্জকে লকডাউন ঘোষণা করায় এখানে কর্মরত বিপুল সংখ্যক গার্মেন্টসকর্মী নৌপথে

শাহজাদপুরে আসছেন। করোনার ভাইরাস সংক্রামক ঝুঁকি মোকাবিলায় শাহজাদপুর উপজেলার যমুনা নদীবেষ্টিত চারটি ইউনিয়ন লকডাউন ঘোষণা করা হয়।