নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও জেলা পুলিশের মুখপাত্র (গণমাধ্যম) রূপণ কুমার সরকার জানান, নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এর সার্বিক সহযোগিতায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), নরসিংদী শাখার সমন্বয়ে নরসিংদী জেলায় ফ্রি ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা দেওয়ার জন্য চিকিৎসা টিম গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, নরসিংদী জেলায় বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। মানুষের স্বাস্থ্যগত অসুবিধা যাতে না হয়, এজন্য টেলিফোনে বা জায়গায় জায়গায় গিয়ে জনগণকে স্বাস্থ্যসেবা দেওয়ার এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য জেলা পুলিশের দুটি অ্যাম্বুলেন্স ও এমআই (পুলিশের মেডিক্যাল ইনস্ট্রাক্টর), ফ্রি ওষুধসামগ্রী নিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সঙ্গে যৌথভাবে প্রতিদিন এই টিমগুলো কাজ করবে। এছাড়া হটলাইন নাম্বারে যে কেউ ফোন করলে চিকিৎসা সেবা নিতে পারবে, প্রয়োজনে মানুষের দ্বারপ্রান্তে গিয়ে চিকিৎসা সেবা দেওয়া হবে।
'রোগী ডাক্তারের কাছে আসতে হবে না, ডাক্তার রোগীর কাছে যাবে'-এই বিষয়কে মূল প্রতিপাদ্য করে এই উদ্যোগ গ্রহণ করেছে নরসিংদী জেলা পুলিশ। এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং পরিধি আরও বাড়ানো হবে বলেও জানায় জেলা পুলিশ।