X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ মে ২০২৫, ১৪:৪৬আপডেট : ১৭ মে ২০২৫, ১৪:৪৬

বকেয়া বেতন-ভাতা প্রদানসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ফাউন্ডেশন কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী ও প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী বকেয়া বেতন-ভাতা প্রদান সহ পাঁচ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ফাউন্ডেশন কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন। কর্মসূচির অংশ হিসেবে নিজ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি কিছু দূর যাওয়ার পর শহরের কাউতলী এলাকায় আসলে ক্ষুব্ধ ইসলামী ফাউন্ডেশন কর্মকর্তা-কর্মচারীরা কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে অন্তত আধা ঘণ্টারও বেশি সময় ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে আন্দোলনকারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ফিল্ড অফিসার রবিউল আউয়াল, মাস্টার ট্রেইনার আবু ছালেহ হানাফী, ফিল্ড সুপারভাইজার মিলন মাহমুদ ভূঁইয়া, শিক্ষক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজাম্মেল হকসহ শিক্ষক কর্মচারী বৃন্দ।

এ সময় বক্তারা ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প দ্রুত অনুমোদনসহ পাঁচ দফা দাবি তুলে ধরে বলেন, প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আজহার আগে প্রকল্পের সব জনবলের বকেয়া পাঁচ মাসের বেতন ভাতা ও বোনাস দিতে হবে। প্রকল্পের জনবলকে তাদের পদসহ রাজস্বভুক্ত করতে হবে। সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায়ের প্রকল্পে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে। কেয়ারটেকার ও কর্মীদের স্কেলভুক্ত করে বেতন প্রদান করতে হবে। শিক্ষকদের বেতন ভাতাদি সম্মানজনক হারে বৃদ্ধি করতে হবে। পরে তারা জেলা প্রশাসকের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

/এফআর/
সম্পর্কিত
বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা
দাবি আদায় না হলে শাহবাগ ছাড়বেন না নার্সিং শিক্ষার্থীরা
শাহবাগ এখনও অবরোধ রেখেছেন জুলাই আহতরা
সর্বশেষ খবর
বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল
বাংলাদেশকে এড়িয়ে সমুদ্রপথে কলকাতার সঙ্গে যুক্ত হচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চল
মতিঝিলে একটি ভবনে আগুন
মতিঝিলে একটি ভবনে আগুন
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
ফর্টিসের কাছে আবাহনীর হারে চ্যাম্পিয়ন মোহামেডান
ফর্টিসের কাছে আবাহনীর হারে চ্যাম্পিয়ন মোহামেডান
সর্বাধিক পঠিত
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্থগিত
চীনা প্রেসিডেন্টের সঙ্গে মিয়ানমারের সেনাশাসকের বৈঠক কী বার্তা দিচ্ছে?
চীনা প্রেসিডেন্টের সঙ্গে মিয়ানমারের সেনাশাসকের বৈঠক কী বার্তা দিচ্ছে?