টঙ্গী ফেরত গার্মেন্টসকর্মী করোনা আক্রান্ত

কুড়িগ্রামকুড়িগ্রামের রৌমারী উপজেলায় টঙ্গী ফেরত এক গার্মেন্টসকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) পাওয়া প্রতিবেদনে তার করোনা সংক্রমণ জানা যায়।  বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম।

আক্রান্ত ব্যক্তি উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর আকন্দপাড়া গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গীতে একটি ক্যাপ ও মাস্ক তৈরির কারখানায় শ্রমিকের কাজ করতেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

ডা. মোমেনুল ইসলাম জানান, ওই ব্যক্তি গত ৮ এপ্রিল টঙ্গী থেকে রৌমারীতে ফিরে আসেন। এরপর অসুস্থ হয়ে পড়লে স্বাস্থ্য বিভাগ গত ১৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। বুধবার (২২ এপ্রিল) পাওয়া প্রতিবেদনে তার করোনা পজিটিভ শনাক্ত হয়।

স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা বলেন, ‘আক্রান্ত ব্যক্তির বাড়িতে আইসোলেশনের পর্যাপ্ত পরিবেশ নেই। তাই তাকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হবে।’ তার পরিবারের অন্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, এর আগে রৌমারীতে জেলার প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওই রোগী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রয়েছেন। এ নিয়ে জেলায় চারজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। অপর দুই রোগী জেলার ফুলবাড়ী ও সদর উপজেলায় শনাক্ত হয়। তারা সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত বলে জানায় স্বাস্থ্য বিভাগ।