রাঙামাটিতে আরও ১০ জনের করোনা শনাক্ত

রাঙামাটিরাঙামাটিতে দুই দফায় নতুন করে ১০ জন করোনায় আক্রান্তের তথ্য পাওয়া গেছে। শনিবার (২৩ মে) রাতে দুই স্থান থেকে আসা রিপোর্টে এই আক্রান্তের তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটির সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।

শনিবার রাত সাড়ে এগারোটায় চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) থেকে ৩৯ জনের রিপোর্ট আসে। তার মধ্যে এই দুই জনের রিপোর্ট পজিটিভ মিলে। বাকি ৩৭ জনের রিপোর্ট নেগেটিভ আসে। এদের মধ্যে দুই জনই রাঙামাটি শহরের প্রবেশপথ মানিকছড়ি ও কাউখালী উপজেলার। আক্রান্ত দুই জনের একজন পুরুষ, অন্যজন নারী।

এরপর রাত ১২টায় চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে আসা মোট ৪৬টি রিপোর্টের মধ্যে ৮টি পজিটিভ এবং ৩৮টি নেগেটিভ আসে। এই রিপোর্টের আক্রান্তদের সম্পর্কে বিস্তারিত কিছু তাৎক্ষণিক জানা যায়নি।

ডা. মোস্তফা কামাল জানান, নতুন ১০ জনসহ রাঙামাটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৫৬। এদের মধ্যে প্রথম আক্রান্ত চার জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন এবং ১৪ দিনের চূড়ান্ত হোম কোয়ারেন্টিনে আছেন।