গাইবান্ধায় আরও ৪ জনের করোনা শনাক্ত

করোনা পরীক্ষা (ফাইল ছবি)

গাইবান্ধায় আরও চার জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৭ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে তিন জনের। আইসোলেশনে একজন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন। নতুন করে শনাক্ত একজনের বাড়ি সদর উপজেলায় এবং অপর তিন জন সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা।

বুধবার (২৭ মে) সন্ধ্যার দিকে রংপুর মেডিক্যাল কলেজের অণুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে চার জনের শরীরে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের ২৭ মে দুপুরের প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, বর্তমানে জেলার সাত উপজেলায় হোম কোয়ারেন্টিনে আছেন ৪৪০ জন ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৩১ জন। এখন পর্যন্ত জেলায় করোনা সন্দেহে মোট ৭৮৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুরে ল্যাবে পাঠানো হয়। এরমধ্যে ৭৩২টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। বর্তমানে আইসোলেশনে আছেন ৮ জন এবং আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২২ জন।