সোনামসজিদ স্থলবন্দরে স্বল্প পরিসরে আমদানি-রফতানি চালু

Chapainawabganj PHOTO-01. 04.06.20

করোনা পরিস্থিতে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়েছে সোনামসজিদ স্থলবন্দরে। দীর্ঘ ২ মাস ১২ দিন পর বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় পণ্যবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে।

সোনামসজিদ স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা বুলবুল আহমেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

সহকারী রাজস্ব কর্মকর্তা জানান, সকাল থেকে পণ্যবোঝাই ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। দুপুর ২টা পর্যন্ত পেঁয়াজ, ভুট্টা ও খৈলসহ ৬২টি পণ্যবোঝাই ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করে। আজ থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম চলবে।

এদিকে পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম জানান, করোনা পরিস্থিতিতে ভারতে লকডাউন চলায় গত ২৪ মার্চ থেকে আমদানি-রফতানি বন্ধ ছিল সোনামসজিদ স্থলবন্দরে। পরে উভয় দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে বন্দর পরিচালনার উদ্যোগ নেওয়া হয় এবং আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।