করোনা উপসর্গ নিয়ে ভোলার সহকারী শিক্ষা কর্মকর্তার মৃত্যু

সস্ত্রীক এবিএম খলিলুর রহমান (ছবি: তার ফেসবুক থেকে নেওয়া)

ভোলা জেলায় দায়িত্বরত সহকারী শিক্ষা কর্মকর্তা এবিএম খলিলুর রহমান (৫০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।  বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবামেক) হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন। তিনি জানান, করোনা ওয়ার্ডে চিকিৎসা গ্রহণকালীন তার নমুনা সংগ্রহ করে শেবামেক এর পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। 

পরিচালক বলেন, ১৪ জুন সন্ধ্যা সাড়ে ৬টায় করোনার উপসর্গ নিয়ে খলিলুর রহমানকে তার স্বজনরা করোনা ওয়ার্ডে ভর্তি করেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নমুনার রিপোর্ট আসার পর বোঝা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।