দীর্ঘদিন ধরে সড়ক পাকা না করায় প্রতিবাদ

103544994_3844550672286710_7967276659483726453_n

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের উত্তর পাড়ার বিলপাড়ার সড়কটি দীর্ঘদিন ধরে পাকা না করায় ক্ষুদ্ধ হয়ে রাস্তার মাঝখানে আউশ ধানের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোটের আগে সব মেম্বার-চেয়ারম্যানরা প্রতিশ্রুতি দেন। অথচ ভোটের পর আর কাউকে তারা চিনতে চাযন না। দীর্ঘদিন এলাকাবাসী রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে আসছে। লাভ না হওয়ায় অনেক কষ্ট নিয়ে রাস্তার মধ্যে আউশ ধান রোপন করে প্রতিবাদ জানানো হয়েছে।

এ বিষয়ে চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু বলেন, 'বিলপাড়া সড়কটি মাপ সম্পন্ন হয়ে গেছে। বরাদ্দ এলে দ্রুতই রাস্তার কাজ হবে।'