লকডাউনে দায়িত্বরত দুই স্বেচ্ছাসেবক চোলাই মদসহ গ্রেফতার

আটক দুই ব্যক্তিরেডজোন ঘোষিত এলাকায় লকডাউন কার্যকরে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বরত দুই ব্যক্তিকে চোলাই মদসহ গ্রেফতার করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রেডজোন ঘোষিত সদর ইউনিয়নে এই ঘটনা ঘটে। দায়িত্বরত দুই সেচ্ছাসেবককে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের টেকনোয়াদ্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার জানান, রাত সাড়ে  ৮টার দিকে তিনি প্রতিদিনের মতো গাড়িতে করে টহল দিচ্ছিলেন। সদর ইউনিয়নের টেকেনায়াদ্দা মসজিদের সামনের সড়কে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা সড়কে চলাচল করতে দেখে তিনি রিকশাটির গতিরোধ করেন। এসময় রিকশায় থাকা চার জনের মধ্যে দুই জন পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে স্থানীয় ২নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকার হোসেনের ছেলে জয়নাল ও নজরুলের ছেলে নাদিমকে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে লকডাউনে দায়িত্বরত কার্ডধারী সেচ্ছাসেবক বলে জানা গেছে।

এঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।