সংবাদ সম্মেলনে ডা. রকিব হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা প্রদান, করোনা মহামারিতে রোগী ও চিকিৎসকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত, করোনা পরীক্ষায় খুলনায় আরও তিনটি পিসিআর ল্যাব প্রতিষ্ঠার দাবি জানানো হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিএমএর সাংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. পরিতোষ কুমার চৌধুরী, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. সুমন রায়, কার্যকরী পরিষদের সদস্য ডা. দেবনাথ তালুকদার রনি প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ডা. রকিব হত্যার সঙ্গে জড়িত সব আসামি গ্রেফতার ও সদর থানার ওসি আসলাম বাহার বুলবুলকে প্রত্যাহার করায় ৭২ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাহার করেছে খুলনা বিএমএ। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ বলেন, ডা. রকিব হত্যার পর বিএমএর পক্ষ থেকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিলো। তবে পুলিশের তৎপরতায় সব আসামি গ্রেফতার হওয়ায় সদর থানার ওসিকে প্রত্যাহারসহ অন্য আল্টিমেটাম ও কর্মসূচি প্রত্যাহার কতরা হয়েছে।
গত ১৫ জুন রাতে রোগীর স্বজনদের হামলায় ডা. আবদুর রকিব মারা যান। ঘটনায় দায়ের হওয়া মামলায় ৫ আসামির মধ্যে তিন জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর দুই আসামিকে রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।