সৈকতে ফের মৃত ডলফিন

 

মৃত ডলফিনকক্সবাজার সৈকতে ফের মৃত ডলফিন দেখা গেছে। ওই ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এমনকি এর নাড়িভুঁড়ি পর্যন্ত বেরিয়ে এসেছে। বুধবার (১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে ডলফিনটি ভেসে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেলেদের জালে বা ট্রলারে আঘাতে ডলফিনটির মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডলফিনটি যখন ভেসে আসে তখন তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। সেটি সাগরেই আঘাত পেয়েছে। কূলে ফিরে মাত্র ৮ থেকে ১০ মিনিটের ব্যবধানে ডলফিনটি মারা যায়।

সেভ দ্য নেচার অব বাংলাদেশের চেয়ারম্যান আনম মোয়াজ্জেম হোসেন জানান, সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ সময়েও কক্সবাজারের বিভিন্ন পয়েন্ট দিয়ে জেলেরা মাছ শিকারের জন্য সাগরে যায়। তাদেরই কোনও জালে আটকে ও নয়তো ট্রলারের আঘাতে ডলফিনটি যে মারা গেলো তা স্পষ্ট। তবে পোস্টমর্টেম রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।


আরও পড়ুন:
সৈকতে ভেসে আসছে মৃত ডলফিন