দুর্বৃত্তরা কেটে নিয়ে যাচ্ছে সড়কের পাশের সরকারি গাছ

সরকারিভাবে লাগানো গাছ দুর্বৃত্তরা কেটে নিয়ে যাচ্ছেনেত্রকোনার মদন-কেন্দুয়া সড়কের গ্রামীণ রাস্তার দুই ধারে সরকারিভাবে লাগানো গাছ দুর্বৃত্তরা কেটে নিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, ১৫ কিলোমিটার দৈর্ঘ্য এই সড়কে বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজারের গাছের মধ্যে ইতোমধ্যেই বেশ কিছু কেটে নিয়ে যাওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) সরেজমিন মদন ও কেন্দুয়া উপজেলার সীমানাস্থল কাঞ্জার খাল এলাকায় সড়কের পাশে তিন ব্যক্তিকে এই গাছ কাটতে দেখা যায়। কেন গাছ কাটছে জানতে চাইলে তারা বলে, ‘প্রয়োজন আছে তাই কাটতেছি।’ পরে তারা নানা ধরনের কথা বলে সটকে পড়ে। খোঁজ নিয়ে জানা যায়, ওই তিনজন হলো– কেন্দুয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মৃত সুমেজ আলীর ছেলে তরিকুল (২৮) একই গ্রামের মৃত ছাত্তারের ছেলে আকাশ (২৫) ও রাশেদের ছেলে জুয়েল (১৯)।

এ বিষয়ে মোবাইল ফোনে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মইনউদ্দিন খন্দকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।