শপিং ব্যাগে ২০ হাজার ইয়াবা, নারী গ্রেফতার

ইয়াবাসহ গ্রেফতার নারীনরসিংদীতে ২০ হাজার পিস ইয়াবাসহ সেতারা বেগম (৩৪) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এ তথ্য জানান। ওই নারী পাচারের সময় ইয়াবাসহ ধরা পড়ে বলে তিনি জানান।

গ্রেফতারকৃত সেতারা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার খিদিরপুর গ্রামের আলামিন মিয়ার স্ত্রী ও মৃত বাবুল মিয়ার মেয়ে।

পুলিশ সুপার জানান, ২৯ জুন নরসিংদীতে পাচারের সময় ২৭ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতারের পর গোয়েন্দা নজরদারি বাড়ায় জেলা পুলিশ। এর সূত্র ধরে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নরসিংদীর ভেলানগরে ঢাকা বাসস্ট্যান্ডের পাশে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয় পুলিশ।  নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহম্মেদ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর পরিদর্শক রুপণ কুমার সরকার, উপ পরিদশর্ক জাকারিয়া আলম, তাপস কান্তি রায়, সহকারী উপ পরিদর্শক আনোয়ার হোসেনসহ ডিবির একটি দল অভিযানে যোগ দেন।  এসময় সেখান দিয়ে পাচারকালে শপিং ব্যাগে ভর্তি ২০ হাজার পিস ইয়াবাসহ সেতারা বেগমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।