নারায়ণগঞ্জে করোনায় আরও দুইজনের মৃত্যু, নতুন শনাক্ত ২০

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান)

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এদের একজন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আমলাপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খোকন (৬৬) ও অপরজন সোনারগাঁয়ের মোগড়াপাড়ার ৮০ বছরের এক বৃদ্ধ। এ নিয়ে জেলায় করোনায় মোট ১১৭ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৩৪৩ জনে। সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৩৯ জন।

সোমবার বিকেলে জেলা করোনার ফোকাল পার্সন ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানায়, নারায়ণগঞ্জে সিটি করপোরেশন এলাকায় এ পর্যন্ত  করোনায় আক্রান্ত হয়েছে ১৮৭৮ জন, সদর উপজেলায় ১২৫৫ জন, বন্দর উপজেলায় ১৯৬ জন, আড়াইহাজারে ৫০৬ জন, সোনারগাঁয়ে ৪৬৯ জন ও রূপগঞ্জে ১০৩৯ জন।

জেলায় এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হওয়া ৩ হাজার ৯৩৯ জনের মধ্যে নারায়ণগঞ্জ সিটি এলাকার ১ হাজার ৩৮৫ জন।