৭ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস

চাঁদুপরে ৭ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংসচাঁদপুরে ২০ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (১১ ‍জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পুরাণবাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি গোডাউন ও তিনটি দোকান থেকে নিষিদ্ধ কারেন্ট জালগুলো জব্দ করা হয়। পুরে এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার এএসএম লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ অলিদুজ্জামানের সমন্বয়ে চাঁদপুর সদর থানার যোগীপট্টি পুরাতন বাজারের দুটি গোডাউন ও তিনটি দোকানে অভিযান চালাই। অভিযানে ২০ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক সাত কোটি ১৮ লাখ টাকা।

পরবর্তীতে ম্যাজিস্ট্রেট দোকানের মালিকদের পাঁচ হাজার করে দুই জনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জব্দকৃত কারেন্টজালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।