দলিত পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের দাবি

দলিত পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষার দাবিকরোনাকালে দলিত পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)। শনিবার (১১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি মনি রানী দাস বলেন, দেশের দলিত পরিচ্ছন্নতা কর্মীদের বসবাসের জায়গা খুবই সংকীর্ণ। ফলে দলিতদের করোনায় আক্রান্ত হওয়ার শঙ্কা বেশি। একজন আক্রান্ত হলে পুরো কলোনি বা ওই এলাকা সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। আইসোলেশনে থাকবার মতো পর্যাপ্ত জায়গা নেই দলিত কলোনিগুলোতে। ফলে, আমরা মূলত অন্যান্য জনগোষ্ঠীর তুলনায় বেশি ঝুঁকিতে আছি।

তিনি দাবি করেন, দেশে সিটি করপোরেশন ও পৌরসভাসহ হাসপাতালগুলোতে কর্মরত দলিত পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও রেশন নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিডিইআরএমের উপদেষ্টা জাকির হোসেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব প্রমুখ।