করোনায় পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক রেজিস্ট্রারের মৃত্যু

করোনাভাইরাসদিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক রেজিস্ট্রার মো. আব্দুল জলিল (৭৬) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সিভিল সার্জন মো. আব্দুল কুদ্দুছ এ তথ্য নিশ্চিত করেন।

আব্দুল জলিল পৌর এলাকায় বালুয়াডাঙ্গার কানা হাফেজের মোড় এলাকার কিনার মোহাম্মদের ছেলে।

সিভিল সার্জন জানান, গত ৮ জুলাই করোনা উপসর্গ দেখা দেওয়ায় মো. আব্দুল জলিলের নমুনা সংগ্রহ করা হয়। গত ৯ জুলাই দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাবের পরীক্ষায় তার করোনা পজিটিভ পাওয়া যায়। শ্বাসকষ্ট নিয়ে গত ১২ জুলাই তিনি এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। পাঁচ দিন শ্বাসকষ্টে ভুগে মারা যান তিনি। 

কোয়ান্টাম ফাউন্ডেশনের দিনাজপুর সেলের অর্গানাইজার মো. আনোয়ার হোসেন বলেন, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা তার লাশ দাফন করেছেন।