ভিজিএফ-এর চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

109835705_301719757853728_2969775129937673429_n

ময়মনসিংহের ভালুকায় ভিজিএফ-এর চাল আত্মসাৎ করে বিক্রির অভিযোগে এক নারী ইউপি চেয়ারম্যানসহ তিন জনকে গ্রেফতার করছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার ২ নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রাণী, চৌকিদার আকব্বর আলী ও চালের ডিলার নুরুল ইসলাম নুরু।

বুধবার ২২ জুলাই রাতে সরকারি চাল আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করে ভালুকা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের চাল উপজেলার মেদুয়ারী ইউনিয়নে ৩ ধাপে ৪ হাজার ৮৩ জনের মধ্যে বিতরণ করার কথা ছিল। প্রথম দুই ধাপ চাল বিতরণে কোনও অনিয়মের অভিযোগ না থাকলেও তৃতীয় ধাপে এসে প্রায় ২শ জনের চাল কম পড়ে। চাল না পেয়ে ভুক্তভোগীরা অভিযোগ করলে চাল আত্মসাৎ করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে চেয়ারম্যানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে রাতেই আসামিদের গ্রেফতার করেছে পুলিশ।

ভালুকা মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, মামলা দায়েরের পর বুধবার মধ্যরাতে ওই নারী চেয়ারম্যানসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।