নৌপথে যাত্রা স্বস্তিদায়ক করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে: নৌ প্রতিমন্ত্রী

Barisal Shipping State Minister PIc=25.07.2020

 

নৌপথের যাত্রা স্বস্তিদায়ক করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৩টায় নৌপথে বরিশাল নদী বন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, 'নৌপথ নিরাপদ করতে বিআইডব্লিউটিএ তৎপর। সমস্যা দেখতে দিনের বেলা ঢাকা থেকে বরিশাল এসেছি নৌপথে। নৌপথ কীভাবে আরও নিরাপদ করা যায় সে ব্যবস্থাই নেওয়া হবে।'

মন্ত্রীর সঙ্গে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ বিআইডব্লিউটিএর ঊর্ধতন কর্মকর্তারা সফরসঙ্গী ছিলেন। ঈদের আগে নৌপথের অবস্থা দেখে ব্যবস্থা নিতেই এই সফর করেছেন তারা।

মন্ত্রী বরিশাল নদী বন্দরে পৌঁছানোর আগেই সেখানে মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস, ঘাট শ্রমিক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে হাজির হন।