বান্দরবা‌নে চামড়া নিয়ে বিপাকে মাদ্রাসা কর্তৃপক্ষ

চামড়া কিনছেন না ব্যবসায়ীরা, চামড়া নিয়ে বিপাকে মাদ্রাসা কর্তৃপক্ষবান্দরবা‌নে সংগ্রহ করা চামড়া বিক্রি করতে পারছে না বি‌ভিন্ন মাদ্রাসা কর্তৃপক্ষ। এ‌দি‌কে সংগৃহীত চামড়ায় পচন ধ‌রে দুর্গন্ধ ছড়া‌তে শুরু ক‌রে‌ছে। এ‌তে বিপা‌কে প‌ড়ে‌ছেন তারা।

র‌বিবার (২ আগস্ট) সকা‌লে বান্দরবান বালাঘ‌াটা ওছমান বিন আফফান (রা.) হেফজখানা ও এ‌তিমখানা, বান্দরবা‌নের ইসলা‌মিয়া হা‌ফে‌জিয়া মাদ্রাসা ও মুসলিম এ‌তিমখানাসহ বেশ ক‌য়েক‌টি মাদ্রাসা ঘু‌রে এ চিত্র দেখা গে‌ছে।

কর্তৃপক্ষ জানায়, বি‌ভিন্ন এলাকা থে‌কে মাদ্রাসার এতিম ছাত্র‌দের জন্য বিনামূ‌ল্যে প্রায় তিনশ’র বেশি চামড়া সংগ্রহ ক‌রে আনা হয়। ‌রিকশা ভাড়া দি‌য়ে এসব চামড়া এ‌নে মজুত করা হয়। তবে কোনও চামড়া ব্যবসায়ী না আসায় এগু‌লো পচে দুর্গন্ধ ছড়া‌চ্ছে। এগু‌লো ফেলার জন্য কোনও জায়গাও পাওয়া যাচ্ছে না।

পৌর মেয়র মো. ইসলাম বেবী ব‌লেন, চামড়া কেনার জন্য কোনও ব্যবসায়ী না থাকায় চামড়াগু‌লো পচে যা‌চ্ছে। এ‌তে ক‌রে বিপা‌কে প‌ড়ে‌ছে মাদ্রাসার কর্তৃপক্ষ।