নড়াইলে নতুন করে ৪০ জনের করোনা শনাক্ত

নড়াইল

নড়াইল জেলায় গত ২৪ ঘণ্টায় দুজন ডাক্তারসহ নতুন করে আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এনিয়ে মোট শনাক্ত হলো ৭৬১ জন। সোমবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন।

তিনি জানান, জেলার সদর উপজেলায় ২৮ জন ও লোহাগড়া উপজেলায় দুজন ডাক্তার ডা. শেখ সালাউদ্দিন ও ডা. কামরুল ইসলামসহ ১২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি আরও জানান, আক্রান্ত সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত মোট ৮০২ জনের করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে সদরে ৩৮৪ জন, লোহাগড়ায় ৩৪৪ জন ও কালিয়ায় ৭৪ জনের করোনা পজিটিভ। ১২ জনের মৃত্যু হয়েছে।