নকল হ্যান্ড স্যানিটাইজার বিক্রি, ফার্মেসি মালিককে জরিমানা

Barisal Mobile Court PIc 11-08-20 [2]

বরিশালের গৌরনদী উপজেলার বাসস্ট্যান্ডে নকল হ্যান্ড স্যানিটাইজার, অনুমতিবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে অনিক মেডিক্যাল হলের মালিক জামাল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে অভিযান শেষে ওই ফার্মেসির সামনেই আগুন দিয়ে সেসব সামগ্রী ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দিয়েছেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন।

তিনি জানান, অনিক মেডিক্যাল হল ফার্মেসি থেকে বেশ কিছু নকল হ্যান্ড স্যানিটাইজার, অনুমতিবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং স্যাম্পল জব্দ করা হয়। এই ঘটনায় ফার্মেসি মালিক জামাল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দ নকল হ্যান্ড স্যানিটাইজার এবং ওষুধ ধ্বংস করা হয়।

অপরদিকে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া নেশা জাতীয় ওষুধ বিক্রির অভিযোগে ওই ফার্মেসি থেকে ন্যালবান ও পেনারেক্স নামের বেশ কিছু ওষুধ জব্দ করেছে বরিশাল জেলা ডিবি পুলিশ। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন বরিশাল ওষুধ তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা ও মেট্রোপলিটন ডিবি পুলিশের পরিদর্শক কমলেশ হালদারসহ অন্যান্যারা।