কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় একজন গ্রেফতার

grafter pic-domarq

নীলফামারীর ডোমারে অনার্স শেষ বর্ষের একজন কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় অনুকূল চন্দ্র রায় (২৫) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অনুকূল রায় জেলার জলঢাকা উপজেলার পূর্ব গোলমুণ্ডা গ্রামের অনীল রায়ের ছেলে।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হরিণচড়া ইউনিয়নের দোলাপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। বিকাল ৩টার দিকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডোমার থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় এই তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, অনুকুল দীর্ঘ সাত বছর ধরে ওই কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। মেয়েটি তাকে বিয়ের জন্য বারবার চাপ দিলেও, সে বিভিন্ন বাহানা করে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল ৪টার দিকে অনুকূল ওই ছাত্রীর বাড়িতে গেলে তাকে আবারও বিয়ের করার কথা বলে। কিন্তু সে বিয়ের কথা না শুনে বাড়িতে তাকে একা পেয়ে ধর্ষণ করে।

ডোমার থানার ওসি (তদন্ত) বিশ্বদের রায় জানান, শনিবার সকালে এসআই ঠাকুর দাস ফোর্স নিয়ে অনুকূল রায়কে মেয়েটির বাড়ির এলাকা থেকে গ্রেফতার করে। বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।