বেশি মূল্যে পেঁয়াজ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

received_416395999369331

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চড়া দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কসবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খানমের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত কসবা পুরাতন বাজারে অভিযান চালিয়ে তাদের অর্থদণ্ড দেন।

এসময় মেসার্স মোস্তাক ব্রাদার্সকে ৫ হাজার ও মহাদেব সাহা এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান বলেন, বিকালে কসবা পুরাতন বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য মনিটরিং করা হয়। এসময় দেখা যায় নির্ধারিত মূল্যের চেয়ে এক রাতের ব্যবধানে পাইকারি ব্যবসায়ী মেসার্স মোস্তাক ব্রাদার্স এবং মহাদেব সাহা কেজিতে ২০ টাকা দেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এবং সরকার নির্ধারিত পণ্যের বিক্রিকৃত মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় মেসার্স মোস্তাক ব্রাদার্সকে ৫ হাজার ও মহাদেব সাহাকে ৩ হাজার অর্থদণ্ড দেওয়া হয়েছে। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখার জন্য এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।