সৈয়দপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুর থানার সামনে গ্রেফতার করে আনা হয়েছে আসামি লুৎফর রহমানকে।


নীলফামারীর সৈয়দপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আইনের খাতায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তবে বাস্তবে বাস করতেন উপজেলার ধলাগাছ এলাকায়। তার বিরুদ্ধে বুধবার যাবজ্জীবন সাজার রায় ঘোষণার পর সেখান থেকেই তাকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম লুৎফর রহমান। আরেক ব্যক্তির স্ত্রী ও সন্তানকে অপহরণের অভিযোগে মামলায় এ শাস্তি হয়েছে তার বিরুদ্ধে।

সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত লুৎফর রহমান কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মৃত রহিম উদ্দিন ঠাকুরের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার ধলাগাছে গৃহবধূসহ শিশুকে অপহরণের দায়ে ওই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার রায় দেন নীলফামারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ( জেলা ও দায়রা জজ) আহসান তারেক। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আসামির অনুপস্থিতিতে ওই রায় দেন বিচারক।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সহিদার রহমান ও উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন কুমার ও সঙ্গীয় ফোর্স নিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। আজ না কাল তাকে আইনের কাছে ধরা পড়তেই হবে।