তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, পরিস্থিতির অবনতি

লালমনিরহাট

লালমনিরহাটে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোড্ডিমারী ইউনিয়নে অবস্থিত দেশের বৃহত্তম তিস্তা ব্যারাজ সেঁচ প্রকল্প এলাকার উজানে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে পানিপ্রবাহ রেকর্ড করেছে পাউবো। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোড্ডিমারী ইউনিয়নের অবস্থিত তিস্তা ব্যারাজের উজানে ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানিপ্রবাহ ৫২ দশমিক ৬০ সেন্টিমিটারে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (পানি পরিমাপক) এএসএম আমিনুর রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, জেলার বিভিন্ন ইউনিয়নের ১৩ হাজার ৬৯৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের নাম-তালিকা পাওয়া গেছে। বন্যা কবলিত এসব পরিবারের মধ্যে জিআর চাল ও শুকনা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।