কারোনাকালে একজন মানুষকেও সেবা দিতে পারেনি বিএনপি: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকস্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিএনপি এখন মানববন্ধন করে শুধু সরকারের সমালোচনা করে। তারা কারোনাকালে একজন মানুষকেও সেবা দিতে পারেনি। তাদের মুখে সমালোচনা মানায় না।’

শনিবার (১৭ অক্টোবর) বিকালে মানিকগঞ্জের সাটুরিয়ায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন। কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবদানের জন্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানোয় সাটুরিয়া উপজেলাবাসীর পক্ষ থেকে এই সুধী সমাবেশের আয়োজন করে স্বাস্থ্যমন্ত্রীকে অভিনন্দন জানায় উপজেলা আওয়ামী লীগ।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘করোনাকালে বিশ্বের অর্থনীতির চাকা শূন্যের কোটায় নেমে গেলেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছয় ভাগের বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমাদের দেশে কৃষি, শিল্প, বাণিজ্যসহ প্রণোদনা দেওয়ায় অর্থনীতির চাকা এখনও সচল রয়েছে।’

তিনি বলেন, ‘করোনার ভ্যাকসিনের ট্রায়াল চলছে বিভিন্ন দেশে। এখনও বিশ্বস্বাস্থ্য সংস্থা কোনও ভ্যাকসিনের অনুমোদন দেয়নি। ভ্যাকসিন বের হলেই আমরা আগে পাবো। সে ব্যবস্থাও প্রধানমন্ত্রী করে রেখেছেন।’

তিনি হিন্দু ধর্মাম্ববলীদের সামাজিক দূরত্ব বর্জায় রেখে পূজা উদযাপন করার আহ্বান জানান।

সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টুসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী সাটুরিয়া ৫০ শয্যা হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করেন।