নিরাপত্তা নিশ্চিত করলে ভোটাররা আসেন, বার্তা দিলো মহিপুর

পটুয়াখালীর মহিপুর ইউনিয়ন পরিষদে ভোটারদের দীর্ঘ লাইন ছিল নির্বাচন কমিশনের জন্য আশা জাগানিয়া খবর। অপ্রীকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে এই ইউপির নির্বাচন।

কঠোর নিরাপত্তা ব্যবস্থার গ্রহণ করা হয়েছিল। ভোটাররা তাতে ছিলেন সন্তুষ্ট। আর তাই সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। শেষও হয়েছে কোনও ঝামেলা ছাড়াই। শুরু থেকেই কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিশু সন্তান কোলে নিয়েও কেউ কেউ ভোট দিতে আসেন। ভোটের সারি এত দীর্ঘ ছিল যে কেউ কেউ রোদে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়েছেন।

মহিপুর কেন্দ্রে ভোট দিতে আসা স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ফজলুর রহমান গাজী নির্বাচনি পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।

মহিপুর ইউনিয়নে নারী ভোটারদের সারি

মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী দুইজন। এছাড়া হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার আবদুল মালেক আকন ও আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি নেতা  ফজলুর রহমান গাজী। এছাড়া সংরক্ষিত ৩টি নারী সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মহিপুর ইউনিয়নের নির্বাচনে আরেকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি

এ ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন লক্ষ্যে সর্বাত্মক কঠোর ব্যবস্থা নেয় প্রশাসন। ৯ কেন্দ্রে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ছাড়াও দুই প্লাটুন বিজিবি, র‌্যাব, বিপুল সংখ্যক পুলিশ কেন্দ্রে দায়িত্ব পালন করেন। এছাড়াও স্ট্রাইকিং ও মোবাইল টিম কাজ করছে। এদিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার দুর্গম এলাকার ভোট কেন্দ্রগুলোও পরিদর্শন করেন।