আজমিরীগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে লাঞ্ছিতের অভিযোগ

হবিগঞ্জহবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যানকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ‍দুপুরে উপজেলা হলরুমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সভায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) ‍দুপুরে উপজেলা হলরুমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার। তিনি বক্তব্য দেওয়ার সময় উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান তাকে বাধা দেন। এ নিয়ে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ নিয়ে সভায় হট্টগোল হয়। বিষয়টি নিয়ে দিনভর উপজেলা জুড়ে চলে আলোচনা- সমালোচনা। 

এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার বলেন, ‘আমি বক্তব্য দেওয়ার সময় উপজেলা চেয়ারম্যান বাধা দেন। আমি প্রতিবাদ করতে চাইলে তিনি আমার ধর্ম নিয়ে গালাগাল করেন। এক পর্যায়ে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন।’

তিনি আরও বলেন, ‘আমাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে। বিষয়টি ইতোমধ্যে বিভাগীয় কমিশনারকে জানিয়েছি।’ এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান তিনি।

তবে মহিলা ভাইস-চেয়ারম্যানকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেছেন আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান। তিনি বলেন, ‘তার বক্তব্যের সময় আমি বলেছি, তুমি তোমার সীমাবদ্ধতার মধ্যে থেকে বক্তব্য দিও।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার প্রতিপক্ষের লোকজনের ইশারায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। মহিলা ভাইস চেয়ারম্যানের বক্তব্যে অসংগতি থাকায় তাকে বারণ করেছি, এ নিয়ে তর্কাতর্কি হয়েছে। তবে কোনও ধরনের লাঞ্ছিতের ঘটনা ঘটেনি।’ 

এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান বলেন, সভা চলাকালে বক্তব্য নিয়ে তাদের দুই জনের মধ্যে তর্কাতর্কি হয়েছে। তবে গায়ে হাত তোলার মতো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।