পূজার ছুটির পর স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

Satkhira Vomra Port photos

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছুটির পর আজ বুধবার (২৮ অক্টোবর) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর এবং সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশ আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বাংলা ট্রিবিউনকে জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা গত ২২-২৭ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। সে মোতাবেক এসময় বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ছিল, তবে শুধু ২৬ অক্টোবর সরকারি ছুটি ছাড়া বন্দরের ভেতরের কার্যক্রম চালু ছিল। আজ বুধবার দুপুর দেড়টা থেকে বন্দর দিয়ে আবারও দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

HILI PORT PIC 2

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম জানান, বুধবার আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দরে ফিরেছে কর্ম চঞ্চলতা।