সিদ্ধিরগঞ্জে কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালুকড়ি এলাকায় ডাইং ও নিটিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল পর্যন্ত মো. শাহাবুদ্দিনের মালিকানাধীন ওই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা মাসুম ও নুশরাত আরা খানমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।

অভিযানে উপস্থিত ছিলেন– তিতাসের নারায়ণগঞ্জ জোনের ডিজিএম মমিনুল হক, ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম, গোলাম মোস্তফা, মো. রফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন, আফসার উদ্দিন, মো. রফিকুল ইসলাম প্রমুখ।

তিতাসের সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, ‘ওই কারখানাটি আমাদের গ্রাহক ছিল। বকেয়ার কারণে ওই কারখানাটির গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। পরে তারা আবারও অবৈধ সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করে আসছিল। অভিযানে ৩০ ফুট পাইপ জব্দ করা হয়েছে। কারখানাটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’