কাজের ভুল ধরায় প্রকৌশলীকে মারধর, থানায় মামলা

বগুড়াবগুড়ার কাহালুতে সড়কের নির্মাণ কাজের ত্রুটি ধরায় উপজেলার উপসহকারী প্রকৌশলী মাজিদ বিন জাহিদকে মারধরের অভিযোগ উঠেছে ঠিকাদার নুরুল ইসলাম বিষুর বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতনের শিকার প্রকৌশলী সোমবার (২৩ নভেম্বর) কাহালু থানায় ওই ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, মামলা রেকর্ড হয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ফোন বন্ধ রাখায় ঠিকাদারের বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগে জানা গেছে, টেন্ডারের মাধ্যমে তাজওয়ার ট্রেড সিস্টেম লিমিটেড কাহালু উপজেলার নিশ্চিন্তপুর প্রতাবপুরের পানদীঘিতে সড়কের কাজ পায়। গত দু’বছর ধরে চলমান রাস্তার কাজে ব্যয় ধরা হয়েছে ৬৭ লাখ ২৯ হাজার ৪০১ টাকা। বর্তমানে সড়কটিতে কার্পেটিং শুরু হওয়ার কথা। কাহালু উপজেলা প্রকৌশলী আহসান হাবিবের নির্দেশে উপসহকারী প্রকৌশলী মাজিদ বিন জাহিদ শনিবার দুপুরে কাজটি পরিদর্শনে যান। তিনি সাইটে গিয়ে দেখেন, সড়কটিতে নিম্নমানের কাজ হয়েছে। এছাড়া এখনও কার্পেটিং করার উপযুক্ত হয়নি। তখন প্রকৌশলী জাহিদ ঠিকাদার নুরুল ইসলাম বিষুকে জানান, এখন কার্পেটিং করলে দ্রুত সড়ক নষ্ট হয়ে যাবে। এতে ঠিকাদার ক্ষিপ্ত হয়ে প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তিনি প্রকৌশলী জাহিদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় তার সঙ্গে থাকা এলজিইডি অফিসের কার্য সহকারী আবদুর রউফকেও মারধর করা হয়।

উপসহকারী প্রকৌশলী মাজিদ বিন জাহিদ বলেন, সড়কে নিম্ন মানের কাজ হয়েছে। এ কথা বলায় ঠিকাদার ক্ষিপ্ত হয়ে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, মামলা রেকর্ড হয়েছে। ঠিকাদার ফোন বন্ধ রেখে আত্মগোপন রয়েছেন। তবে অভিযুক্তকে দ্রুত আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।