তিলোত্তমা নগরী গড়তে হলে মানসিকতায় পরিবর্তন আনতে হবে: কেসিসি মেয়র

125830325_714260585891510_5552661289179145318_n

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, 'নগরকে বাসযোগ্য করে গড়ে তুলতে হলে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। খুলনাকে তিলোত্তমা নগরী গড়তে হলে মানসিকতায় পরিবর্তন আনতে হবে। পরিকল্পনা ছাড়া নগর উন্নয়ন সম্ভব নয়। এখনও অপরিকল্পিতভাবে অনেকে বাড়ি তৈরি করছেন।'

বুধবার (২৫ নভেম্বর) সকালে নগর ভবন সম্মেলন কক্ষে বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় খুলনা সিটি করপোরেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘জনস্বাস্থ্যের জন্য নগর পরিকল্পনা’।

সিটি মেয়র বলেন, 'করোনা সংক্রমণের কারণে খুলনার উন্নয়ন কিছুটা থমকে ছিল। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে আটশ কোটি টাকা এবং রাস্তার উন্নয়নে ছয়শ কোটি টাকার কাজ চলমান রয়েছে। জলাবদ্ধতা নিরসনে চেষ্টা চলছে। ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থান রয়েছে। তবুও অনেকে নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলে ড্রেনে ফেলছেন। এ কারণে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।' নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য নগরবসীর প্রতি অনুরোধ করেন সিটি মেয়র।

খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেসিসি’র নগর পরিকল্পনা উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ফকির মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেসিসি’র প্যানেল মেয়র মো. আলী আকবার টিপু, অ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, সচিব মো. আজমুল হক, প্রধান প্রকৌশলী এজাজ মোর্শেদ চৌধুরী, চিফ প্ল্যানিং অফিসার মো. আবির-উল-জব্বার, অধ্যাপক তুষার কান্তি রায় প্রমুখ।

প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা উন্নয়ন ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মোস্তফা সরোয়ার।