নেত্রকোনার হাটখলা বাজারে ১১টি দোকান পুড়ে ছাই

নেত্রকোনার হাটখলা বাজারে আগুনে পুড়ে যাওয়া একটি দোকান।

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে আগুন লেগে ১১টি দোকান পুড়ে ছাই হয়েছে। বুধবার খুব সকালে এ ঘটনা ঘটে।

 স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে হাটখলা বাজারের কাপড় ব্যবসায়ী মো. শফিকুল ইসলামের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ীরা সঙ্গে সঙ্গে নেত্রকোনা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে আগুনে কাপড়ের দোকান, চালের দোকান, মোদি দোকানসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুন লেগে তাদের প্রায় কোটি টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ছায়দুল্লাহ সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। একটির সঙ্গে আরেকটি দোকান লাগোয়া থাকায় ১১টি ঘর পুড়ে গেছে।