গৌরীপুর বাজারে আগুনে পুড়লো ২৩ দোকান

Comilla Fire news pic1

কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজারে অগ্নিকাণ্ডে ২৩টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, বাজারের হোটেলপট্টি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ৮টি হোটেল, ৪টি পাইকারি চালের দোকান, তিনটি ফার্মেসি, দুটি মুদির দোকান, দুটি হোমিও ওষুধের দোকান, একটি করে কনফেকশনারি, সার্জিক্যাল, চশমা ও ইলেকট্রনিকসের দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. ফয়েজ আহমেদ জানান, তারা অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেন।

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল ইসলাম খান। তিনি জানান, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়েছে। দাউদকান্দির মধ্যে গৌরীপুর বাজার একটি উন্নত এলাকা। ২৩টি দোকানের আসবাবপত্র, বিক্রিত পণ্যসহ যে ক্ষতি হয়েছে তার তালিকা করে আমরা জেলা প্রশাসকের কাছে পাঠাবো। জেলা প্রশাসকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান দিয়ে সহযোগিতার চেষ্টা করবো।