উগ্রবাদী বই ও লিফলেটসহ নিষিদ্ধ ঘোষিত 'আল্লার দল'-এর ৪ সদস্য আটক

mymensingh rab

 

উগ্রবাদী বই ও লিফলেটসহ নিষিদ্ধ ঘোষিত  সংগঠন আল্লাহর দলের সক্রিয় চার জন সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে ময়মনসিংহ সদরের বলাশপুর আকন্দবাড়ী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হচ্ছে- ময়মনসিংহ সদরের মো. আকরাম হোসেন (২৭), কিশোরগঞ্জের মো. জুয়েল মিয়া (৪৫), মো. মাকসুদুল হক রনি (২১) ও মো. মানসুর উদ্দিন প্রহর (১৮)।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি জোনাইদ আফ্রাদ জানান, আটকদের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট, নগদ টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'আল্লার দল' এর ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে সংশ্লিষ্ট। তারা তাদের নেতা মতিন মেহেদী ওরফে মতিনুল ইসলাম এর চিন্তাভাবনা ও মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে উক্ত সংগঠনের সক্রিয় সদস্য হয়ে ওঠে এবং কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা নিয়মিত গোপন বৈঠকে মিলিত হতো, নতুন সদস্য সংগ্রহসহ সংগঠন পরিচালনার জন্য চাঁদা (ইয়ানত) উত্তোলন করতো। উগ্রবাদ কায়েম করার লক্ষ্যে তারা দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতা করার পরিকল্পনা করছিল। তাদের সহযোগী অন্যান্যদের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

আটকৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।