ধর্মের নামে দেশবিরোধী ষড়যন্ত্র করছে একটি কুচক্রী মহল: হুইপ স্বপন

গাইবান্ধায় আওয়ামী লীগের বর্ধিত সভায় হুইপ ও দলীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।



জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন,‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে একটি মহল ঈর্ষান্বিত হয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় ইস্যুকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এই দেশ বিরোধীদের প্রতিহত করতে নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে এসকেএস ইন-এ বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক আরও বলেন, 'যারা টাকার বিনিময়ে ইসলাম প্রচারের নামে মানুষকে উদ্বুদ্ধ করার বদলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা প্রকৃতপক্ষে ইসলাম ধর্মের কল্যাণ চায় না। তাদের ব্যাপারে ধর্মপ্রাণ মুসলমানদের সজাগ থাকতে হবে।’

বর্ধিত সভা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুলতান আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের প্রয়াত সদস্যদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এছাড়া বর্ধিত সভায় সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

পরে সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ড. উম্মে কুলসুম স্মৃতি এমপি ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।

এছাড়া বর্ধিত সভায় গাইবান্ধা জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক মণ্ডল, শাহ সারওয়ার কবীর, জিএম পারভেজ সেলিম, আব্দুল লতিফ মণ্ডল, শাহরিয়ার খান বিপ্লব, একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, আতাউর রহমান সরকার, আব্দুল্লাহ আল মামুন, রেজাউল করিম রেজা, শামিকুল ইসলাম লিপন, আমিনুর জামান রিংকু, পিয়ারুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম আবু, সিদ্দিকুল ইসলাম রিপু, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, দফতর সম্পাদক সাইফুল আলম সাকা, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি প্রমুখ উপস্থিত ছিলেন।