শত কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৩

খুলনায় প্রায় ১০০ কোটি টাকার সাপের বিষসহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভোরে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-৬-এর মেজর মো. আনিস উজ জামান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার তিন জন হচ্ছে- পাবনার বেড়ার মো: বাচ্চু সরদার (৫০), একই জেলার ফরিদপুরের মো. লুৎফর রহমান (৪৮) এবং যশোর সদরের সমৃত বিশ্বাস (৩২)।

মেজর মো. আনিস উজ জামান জানান, গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি বিশেষ দল বৃহস্পতিবার ভোরে জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেয়। এ সময় তিন জনকে আটক করে সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে সাপের বিষ উদ্ধার করা হয়। তাদের কাছে ছয়টি জারে ১২ পাউন্ড বিষ ছিল। যার আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি টাকা।

তিনি জানান, এ বিষ চোরাচালানের উদ্দেশ্যে কেনা-বেচার চেষ্টা করা হচ্ছিল। যা পর্যায়ক্রমে হাত বদল হয়ে বিদেশে পাচারের প্রক্রিয়া চলছিল।