চারটি ভ্যানকে চাপা দিয়ে ফুটপাথে উঠে গেলো ট্রাক, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর পুনিয়াউট এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চারটি ভ্যান রিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশে ফুটপাতের দোকানে ঢুকে পড়ে। এসময় আল আমীন নামে এক বেকারি ভ্যান চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন  দুই ভ্যান শ্রমিক। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত আল আমীন কসবা খেওরা গ্রামের আবু তাহের মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার শহর বাইপাস পুনিয়াউট চোরাস্তার মোড় এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে জড়ো হয়ে বেকারি ভ্যানের চালকেরা শহরের বিভিন্ন চায়ের দোকানে পণ্য সরবরাহের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় চট্টগ্রাম থেকে নরসিংদীমুখী একটি পণ্যবাহী ট্রাক ঘন কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিসহ চারটি বেকারি ভ্যানরিকশাকে চাপা দেয়। এতে তিন বেকারি শ্রমিক আহত হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে আসার পথে আল আমীন নামে একজন ভ্যানচালক মারা যান। এ ঘটনায় মহাসড়কে অন্তত ১৫মিনিট যান চলাচল ব্যাহত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সরাইল খাটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক বলেন, ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।