ভোট দিতে পারেননি স্ত্রী, বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নানা অনিয়মের অভিযোগ তুলে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভা নির্বাচনের বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মিজানুর রহমান ভোট বর্জন করেছেন। রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল পৌনে তিনটার দিকে রিকাবীবাজারের দুধপট্টি এলাকায় তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের কাছে ভোট বর্জনের ঘোষণা দেন।

এ সময় নানা অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, সকাল ৮টায় ভোট শুরু হওয়ার পরে এক থেকে দেড় ঘন্টা সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়। কিন্তু তারপরই শুরু হয় নানা অনিয়ম। বিভিন্ন কেন্দ্রে বাইরের লোকেরা আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিতে বাধ্য করে। এমনকি আমার স্ত্রী হালিমা রহমান ও ছেলের বউ মিথিয়াও আমাকে ভোট দিতে পারেনি। নৈরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে তারা ভোট দিতে গেলে বাইরের লোকেরা বুথের গোপন কক্ষে ঢুকে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করে।

তিনি বলেন, আমি সহকারী রিটার্নিং কর্মকর্তাকে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি। কিন্তু প্রশাসন এক কেন্দ্রের ভোটের পরিবেশ সুষ্ঠু করলেও অন্যদিকে আরেক কেন্দ্রে শুরু হয় অনিয়ম। তাই বিকাল পৌনে তিনটায় আমি ভোট বর্জনের ঘোষণা দেই।

তবে অনিয়মের অভিযোগ নাকচ করে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আরিফুল হক বলেন, ভোট সুষ্ঠু হচ্ছে। তিনি যদি ভোট বর্জন করে থাকেন সেটা তার ব্যাপার। তবে তিনি আমাদের কাছে কোনও অভিযোগ করেননি। বেলা সাড়ে তিনটা পর্যন্ত ভোট কাস্টিং ৫২ দশমিক ৮১ ভাগ।