টিকা গ্রহণকারীর সংখ্যা দুই লাখ ছাড়ালো রংপুর বিভাগে

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল সহ নগরীর সদর হাসপাতালে টিকা গ্রহণকারীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। করোনার টিকা নেওয়ার ১৬ তম দিন সোমবার পর্যন্ত রংপুর বিভাগের আট জেলায় টিকা গ্রহণকারীর সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। এ পর্যন্ত দুই লাখ ১৪  হাজার ২৮৯ জন টিকা নিয়েছেন এই বিভাগে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের আট জেলায় ২০ হাজার ৩১৮ জন টিকা নিয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আহাদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার রংপুর বিভাগের আট জেলায় টিকা গ্রহণকারীর সংখ্যা হলো- দিনাজপুর জেলায় সবচেয়ে বেশি চার হাজার ১৫০ জন,  এরপরই রংপুর জেলায় তিন হাজার ৭৭২ জন, পঞ্চগড়ে এক হাজার ৩৮৪ জন, নীলফামারীতে দুই হাজার ৯৪০ জন, লালমনিরহাটে এক হাজার ৫২৩ জন,  কুড়িগ্রামে দুই  হাজার ১৪৯ জন, ঠাকুরগাঁয়ে দুই হাজার ৩৮৩ জন এবং গাইবান্ধায় দুই হাজার ৫৭২জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৪১৮ জন এবং নারী সাত হাজার ৯শ’ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ টিকা নেওয়ার জন্য ভিড় করেছেন। ফলে টিকাদানকারী স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হচ্ছে। এরপরও মানুষ লাইন ধরে দাঁড়িয়ে অপেক্ষা করে টিকা নিচ্ছেন। এছাড়া টিকা গ্রহণকারী কারও অসুস্থ হওয়ার খবর পাওয়া যায়নি। বরং টিকা নিয়ে স্বস্তি প্রকাশ করে অন্যদেরও টিকা নেওয়ার আহ্বান জানান তারা।

এ ব্যাপারে রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. আহাদ আলী জানান  রংপুর বিভাগের দুই মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে দুই শতাধিক বুথের মাধ্যমে করোনায় টিকা নিচ্ছেন সব স্তরের নারী-পুরুষ। টিকা নেওয়ার পর কেউ অসুস্থ হয়েছেন এমন কোনও খবর পাওয়া যায়নি।