X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

ডেঙ্গু রোধে সারা দেশে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
৩০ মে ২০২৩, ২১:০৪আপডেট : ৩০ মে ২০২৩, ২১:০৫

ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘গত বছরের তুলনায় এবার ডেঙ্গু একটু বেড়েছে। ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব নিয়ে স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে। সারা দেশের স্বাস্থ্য বিভাগকে ডেঙ্গুর বিস্তার রোধে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।’ মঙ্গলবার (৩০ মে) বিকালে কক্সবাজারের রামু উপজেলার চেইন্দা গ্রামে বেসরকারি উদ্যোগে হোপ ম্যাটারনিটি অ্যান্ড ফিস্টুলা হাসপাতাল উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের প্রস্তুতির কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। চিকিৎসক ও নার্সদের ডেঙ্গু চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

‘ডেঙ্গুর হটস্পট কক্সবাজার। এই জেলার রোহিঙ্গা ক্যাম্পে আলাদা নজরদারি রয়েছে। রোহিঙ্গা ক্যাম্প থেকে যাতে বাইরে ডেঙ্গু রোগ না ছড়ায় সে ব্যাপারে সজাগ রয়েছে স্বাস্থ্য বিভাগ।’

করোনার টিকার বিষয়ে মন্ত্রী বলেন, ‘দেশে করোনাভাইরাসের টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত দেশের আশি থেকে নব্বই ভাগ মানুষ করোনার টিকা নিয়েছেন। গত কয়েক দিনে করোনার প্রকোপ একটু বাড়লেও সরকারের স্বাস্থ্য বিভাগ সজাগ রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ার পৌঁছে দিতে সক্ষম হয়েছে। দেশের প্রতিটি উপজেলায় ৫০ বেডের হাসপাতাল এবং জেলা সদরে আড়াইশ’ বেডের হাসপাতাল স্থাপন করা হয়েছে। সাধারণ মানুষ আধুনিক চিকিৎসা সেবা পাচ্ছেন।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের প্রতিষ্ঠান হোপ ফাউন্ডেশন একশ শয্যা বিশিষ্ট বিশেষায়িত ‘হোপ ম্যাটারনিটি অ্যান্ড ফিস্টুলা’ হাসপাতালটি প্রতিষ্ঠিত করে।

হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ডা. ইফতেখার মাহমুদ মিনারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন– কক্সবাজার রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, এনজিও ব্যুরোর মহাপরিচালক মো. মনিরুজ্জামান এবং রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মোস্তফা প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
নগর স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা: ডিএনসিসি প্রশাসক
ডেঙ্গুতে একদিনে ৪৯ জন হাসপাতালে ভর্তি
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বাংলাদেশিদের জন্য আমিরাতে ভিসা চালুর বিষয়ে অগ্রগতি
বাংলাদেশিদের জন্য আমিরাতে ভিসা চালুর বিষয়ে অগ্রগতি
মেট্রোরেলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, একাধিক পদে চাকরি
মেট্রোরেলে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, একাধিক পদে চাকরি
উর্দুভাষায় ‘জংলি’, মুক্তি পাচ্ছে পাকিস্তানে
উর্দুভাষায় ‘জংলি’, মুক্তি পাচ্ছে পাকিস্তানে
আরব আমিরাত ও পাকিস্তান সফরের দল ঘোষণা, অধিনায়ক লিটন
আরব আমিরাত ও পাকিস্তান সফরের দল ঘোষণা, অধিনায়ক লিটন
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?